চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আয়কর আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৭ অক্টোবর, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে গত ১৫ অক্টোবর সমিতির সভাপতি মো. জামাল উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাংগীর আলম এর সঞ্চালনায় আয়কর আইন বিষয়ক কর্মশালা সমিতির ১নং মিলনায়তন, সি.জি.ও বিল্ডিং-১, আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আলোচক হিসাবে চট্টগ্রামস্থ কর অঞ্চল-২ এর কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদ ও কর অঞ্চল- ৩ এর কর কমিশনার মো. মাহবুবুর রহমান আলোচনা করেন। কর্মশালায় আয়কর আইনের বিভিন্ন ধারা উপ-ধারার বিষয়ে কর কমিশনারবৃন্দ বিশদ আলোচনা করেন। পরবর্তীতে আলোচকবৃন্দ উপস্থিত কর আইনজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফলে আয়কর আইন সম্পর্কে সমিতির সদস্যবৃন্দ সম্যক ধারণা লাভ করেন।

কর্মশালায় আয়কর আইন বিষয়ক যে সকল আলোচনা করা হয় তা সরকারের রাজস্ব আদায়ে সহায়ক হবে এবং কর আইন পেশায় নিয়োজিত কর আইনজীবী ও করদাতাগণ কর আইনের জটিলতা থেকে রেহাই পাবেন। কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতিবৃন্দ এম. মহিউদ্দিন সারোয়ার এডভোকেট, মো. শাহজাহান চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, বদিউজ্জামান, মোহাম্মদ ইলিয়াস এডভোকেট, মো. আখতার উদ্দিন ও জয়শান্ত বিকাশ বড়–য়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট