চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জেলা নির্মূল কমিটির সাংগঠনিক সভায় বক্তারা

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে

১৭ অক্টোবর, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সাংগঠনিক সভায় লেখক-সাংবাদিক শওকত বাঙালি বলেছেন, সময়ের প্রয়োজনে অনেক সময় কঠিন সিদ্ধান্তে অবতীর্ণ হতে হয়। সে সময় কোরাম-ফোরামের চিন্তা করার অবকাশ থাকে না।

সাংগঠনিক সভায় উপস্থিত সভ্যগণের সিদ্ধান্তও কখনো কখনো গঠনতন্ত্রের ধারা সংযোজন-বিয়োজনের মতো স্পর্শকাতর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, সময়ের প্রয়োজনেই শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন শুরু হয়। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। প্রকৌশলী দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে ও প্রফেসর রেখা আলম চৌধুরীর সঞ্চালনায় গতকাল ১৬ অক্টোবর, নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের (৩য় তলা) চট্টলবন্ধু এস.এম জামাল উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংস্কৃতিকর্মী আবদুল হালিম দোভাষ ও আবৃত্তিশিল্পী তৈয়বা জহির আরশি, স্বপন সেন, দীপংকর চৌধুরী কাজল, অলিদ চৌধুরী, হাবিব উল্ল্যা চৌধুরী ভাস্কর, আবদুল হাকিম প্রমুখ। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসহ আগামী ৩ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট