চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে জনপ্রতিনিধির সাথে সাংসদের মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:৪১ পূর্বাহ্ণ

উপজেলা প্রশাসনের উদ্যোগে জনপ্রতিনিধিদের সাথে জন্মনিবন্ধন, জাতীয়তা, ওয়ারিশ সনদের কার‌্যাবলি সঠিকভাবে প্রণয়নের লক্ষ্যে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৫ অক্টোবর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ওসি রেজাউল করিম মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল আযাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, অধ্যাপক তাজুল ইসলাম, মুজিবুল হক সিকদার, বদরুদ্দিন চৌধুরী, কাউন্সিলর রেজিয়া সোলতানা রোজি, ইউপি সদস্য দিদারুল আলম, সিরাজুল ইসলাম, আবুল কালাম, আব্দুল হক, আনোয়ারুল হক বাদশা, নুর মোহাম্মদ, সচিব রুমেল ভট্টচার্য প্রমুখ।

প্রধান অতিথি বলেন, প্রতিটি এলাকার জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য হল কোন এলাকা নবাগত সন্তান জন্ম হলেই খোঁজ নিতে হবে। আপনার এলাকা থেকে রোহিঙ্গারা বিয়ে করলে ও কোন অবস্থাতেই ভোটার হওয়ার বৈধতা নেই। রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় গিয়ে মিথ্যা পরিচয় দিয়ে জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছে। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে। জন্মনিবন্ধন, জাতীয়তা, ওয়ারিশ সনদ যাচাই-বাছাই ছাড়া কোনভাবেই স্বাক্ষর করা করা যাবে না। ভুলেও স্বাক্ষর করলেই আইনের আওতায় আসতে হবে অপরাধকারীকে। বাল্যবিয়ে বিবাহের ক্ষেত্রে জন্মসনদ ঘষা মাজা চলবে না। সরকারি বিধি মেনেই চলতে হবে সকলকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট