চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভার্ক’র উদ্যোগে শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

চকরিয়া সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০১৯ | ৯:১৫ অপরাহ্ণ

চকরিয়া উপজেলায় ইউনিসেফ’র সহায়তায়, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর উদ্যোগে ‘নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্যবিধি উন্নয়ন’ প্রকল্পের কার্যক্রমের উপর আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালাা অনুষ্ঠিত হয়। প্রকল্পটি চিরিংগা এবং পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে।

কর্মশালায় চকরিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। আরো বক্তব্য রাখেন ভার্ক’র প্রধান কার্যালয়ের প্রতিনিধি রিপন কুমার সাহা, ইউনিসেফ প্রতিনিধি সাজেদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক্ ছুট্টু, চিরিংগা ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

কর্মশালার মূল কার্যক্রম উপস্থাপন করেন ভার্ক’র প্রকল্প ব্যবস্থাপক মো. কামরুল হাসান। এছাড়া উক্ত কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/জাহেদ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট