চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাড়ি ফিরেছেন আরফাত, তবে লাশ হয়ে

সৌদি আরব সংবাদদাতা

১৬ অক্টোবর, ২০১৯ | ৭:২৯ অপরাহ্ণ

সৌদি আরব প্রবাসী লোহাগাড়ার যুবক আরফাত বাড়ি ফিরেছেন ২৮ দিন পর। তবে জীবিত নয়, ফিরে এসেছেন লাশ হয়ে। রিয়াদে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার তিনদিন পর মারা যান।
নিহতের চাচাতো ভাই সাজ্জাদ সাবিত জানান, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ১১টায় সৌদি আরব থেকে আসা এক ফ্লাইটে করে তাঁর লাশ হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরের সকল প্রক্রিয়া সম্পন্ন করে আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে আরফাতের লাশ পৌঁছে নিজ বাড়ি লোহাগাড়াতে। তাঁর লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সকাল ১১টায় মনির আহমদ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে আরফাতের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নিহত মো. আরফাত হোসেন লোহাগাড়া উপজেলার উত্তর পদুয়া মনির আহমদ পাড়ার মরহুম নুরুল ইসলামের পুত্র।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর হোটেলের মালামাল কিনতে সাইকেলযোগে যাবার পথে পেছন থেকে এক প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে সে গুরতর আহত হলে রিয়াদের এক বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়। সেখানে গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টায় (বাংলাদেশ সময়) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতো ৬ মাস পূর্বে তিনি সৌদি আরব যান। সেখানে ভাইয়ের হোটেলে কাজ করতেন।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট