চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বছরব্যাপী মশা নিধন কর্মসূচি চালাবে চসিক

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০১৯ | ৩:৪২ অপরাহ্ণ

নগরবাসীকে ডেঙ্গুসহ মশাবাহিত সব ধরনের রোগ থেকে নিরাপদ রাখতে বছরব্যাপী মশা নিধন কর্মসূচি পরিচালনা করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে নগরীর ডিসি হিলে (নজরুল স্কয়ার) মশা নিধন কর্মসূচি পরিচালনার সময় এ ঘোষণা দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-প্রতিষ্ঠান, বাসা-বাড়ি, আঙিনা ও ছাদে যাতে মশা বংশ বিস্তার করতে না পারে তার জন্য নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান। মশা নিধন কর্মসূচি পরিচালনাকালে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন ইকবাল, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশুসহ সংশ্লিষ্টরা ।

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট