চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তারুণ্যের মতবিনিময় সভায় সিটি মেয়র

জনগণের সম্পৃক্ততা ছাড়া জঙ্গিবাদ মাদক ও সন্ত্রাস দমন করা সম্ভব নয়

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৫৪ পূর্বাহ্ণ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মাদক একটি সামাজিক সমস্যা। এটা একক সমস্যা নয়, এটা সকলের সমস্যা। মাদক দিন দিন আমাদের সমাজকে তথা আগামী প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। জনগণের সম্পৃক্ততা ছাড়া জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাস দমন করা সম্ভব নয়। মাদক নির্মূল করা এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ। তিনি গত সোমবার চসিক কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে ‘তারুণ্যের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘জঙ্গী, সন্ত্রাস, মাদক ও দূর্নীতি বিরোধী চলমান শুদ্ধি অভিযানে একাত্নতা প্রকাশের প্রত্যয়ে তারুণ্য’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তারুণ্যের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. আবদুর রশীদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে মুত্তাবেয়িনে গাউছে মাইজভান্ডারীর মহাসচিব ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ মাহমুদুল হক, সিএমপি’র উপ পুলিশ কমিশনার এস এম মোস্তাইন হোসেন বিপিএম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী জিনাত সোহানা চৌধুরী, আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম, হাজী সামসুদ্দিন আহমেদ, হাজী ইদ্রিস কাজেমী, আনোয়ারুল ইসলাম বাপ্পী, মো. সোলায়মান। সালাউদ্দিন মামুন ও তামজিদ কামরানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কাজী আবদুচ ছাদেক নান্না, এম এ হান্নান পলাশ, আবু নাসের, সৈয়দ আচরা উল্লাহ আদিল, জাবেদুল ইসলাম শিপন, মুফিজুর রহমান দুলাল, আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, এম এ নেওয়াজ, এস এস মুন্নাশাহ, আইয়ুব চৌধুরী, মো. নাসির, রকিবুল ইসলাম অপু, জাহেদ আলম, আলাউদ্দীন বাবু, যীশু দাশ, রাশেদুল ইসলাম, শাহিন খান, ওমর ফারুক জিসান, মঞ্জুরুল করীম, ইমরান হোসেন আরফিন, শেখ মো. রাফান, আনিসুর রহমান আকিব, মো. আরমান প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট