চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লায়ন্সের জন্মোৎসবে গভর্নর কামরুন মালেক বিশ্বব্যাপী লায়ন্স ক্লাব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ উদ্যোগে লায়ন্স জেলার হালিমা রোকেয়া হলে লায়ন্স ক্লাবের জন্ম দিন পালিত হয়। ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে উদযাপন কমিটির সভাপতি রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে এবং লায়ন আনিসুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন কামরুন মালেক বলেন, অক্টোবর সেবা মাসে জেলার প্রতিটি ক্লাবের সদস্যবৃন্দ সেবা কর্মকা- পরিচালনার মাধ্যমে সাধারন মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ১৯১৭ সালে আমেরিকার শিকাগো শহরে লায়ন্সের এ যাত্রা শুরু করে তা সগৌরবে সেবা কার্যক্রমের মাধ্যমে ১০৩ বছর অতিক্রম করছে। আর্ন্তজাতিক লায়ন্স ক্লাব ডায়াবেটিস নিয়ন্ত্রণ, চক্ষু চিকিৎসা, ক্ষুধা নিবারণ, সবুজায়ন এবং শিশু ক্যান্সার এই পাঁচটি বিষয়কে শতাব্দীর শান্তি প্রতিষ্ঠায় চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ২১০টি দেশে ৪৮ হাজার ক্লাবে ১৪ লক্ষ ৫০ হাজার লায়ন সদস্যবৃন্দ প্রতিনিয়ত বিশ্বের কোথাও না কোথাও সেবা দিয়ে যাচ্ছে। তাই বলা হয়, লায়নিজমের সেবার সূর্য অস্ত যায় না। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর এবং সেবা মাস উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য ও দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন মো. সামছুল হক, লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন মো. কবির উদ্দিন ভুঁইয়া, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুর আলম মঞ্জু। উপস্থিত ছিলেন জি কে লালা, এস.এম.আশরাফুল আলম আরজু, জাহেদুল ইসলাম চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী, আবু তৈয়ব, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, তপন কান্তি দত্ত, ডা. মেসবাহউদ্দিন তুহিন, লায়ন নুর প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট