চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরিচ্ছন্ন হাতই পরিচ্ছন্ন নগরী গড়তে পারে : মেয়র

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

বিশ্ব হাতধোয়া দিবসে সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস অনেক সংক্রামক রোধ-ব্যাধি থেকে মুক্তি দিয়ে অকালমৃত্যু প্রতিরোধে সাহায্য করে। সিটি মেয়র আরো বলেন নিয়মিত হাতধোয়ার অভ্যাস সংক্রামক রোগ প্রতিরোধের জন্য সহজ ও অত্যন্ত কার্যকর উপায়। বিশ্বের অধিকাংশ শিশুর মৃত্যু কারণ ডায়রিয়া, নিউমোনিয়ায়। সঠিক নিয়মে হাত পরিস্কার না করলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস, পেটের পীড়া, কৃমিসহ বিভিন্ন রোগ হওয়ার আশংকা বাড়ে। তাই তিনটি বিশেষ সময়ে হাত ধোয়া অত্যাবশকীয়। এগুলো হলো খাবার আগে, শিশুকে খাবানোর আগে এবং টয়লেট ব্যবহারের পর। গতকাল মঙ্গলবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। এই সমাবেশে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাগতিক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোবারক আলী,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ ও সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলআই ইউ পিসি’র প্রকল্পের ভারপ্রাপ্ত টাউন ম্যানেজার জিয়াউর রহমান। ইউএনডিপি’র কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সরকার ও ডিএফ আইডি’র আর্থিক সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের পশ্চিম ষোলশহর রৌফাবাদ এলাকায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরীর টাউন ফেডারেশন ও সিডিসি’র উদ্যোগে এই দিবসটি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা গণসচেতনতা মূলক কবিগান পরিবেশন এবং হাত ধোয়ার কৌশল প্রদর্শন। এতে সিডিসি এবং ক্লাস্টারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। তিনি বলেন এই নগরীতে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৪ লক্ষ ৭০ হাজার । এদের মধ্যে চসিক ৪০৪টি সিডিসি আওতাধীন প্রায় সাড়ে ৪লক্ষ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া চসিক এর সহায়তায় সরকারি এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো দারিদ্র্য বিমোচনে কাজ করছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে হাত ধোয়া,হাত পরিষ্কার রাখা সুস্বাস্থ্যের অন্যতম পূর্বশত।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট