চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বুয়েট ছাত্র আবরার হত্যার বিচার দাবি

পূর্বকোণ ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৯ | ২:৪৪ পূর্বাহ্ণ

বুয়েটের আবরার ফাহাদ রাব্বি হত্যার দ্রুত বিচার দাবিতে বিভিন্ন সংগঠনের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে খুনিদের যথাযথ শাস্তি দাবি করেছেন।

জাতীয় ছাত্রসমাজ : বুয়েটের আবরার ফাহাদ রাব্বি হত্যার দ্রুত বিচার ও দেশের স্বার্থহীন চুক্তি বাতিলের দাবিতে জাতীয় ছাত্রসমাজ মহানগর শাখার উদ্যোগে সংগঠন সভাপতি নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম এর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খান জুয়েল, শাহ ইমরান রিপন, ইঞ্জি. এরশাদ সিদ্দিকী, আতা-ই-রাব্বী তানভীর, দক্ষিণ জেলা ছাত্র সমাজের সাবেক আহ্বায়ক মো. সোলাইমান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা ছাত্র সমাজের আহ্বায়ক এন.এম জসিম উদ্দিন, উত্তর জেলার আহ্বায়ক মাসুদুর রশিদ, কক্সবাজার জেলার আহ্বায়ক সুলতান আহমদ, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য জামাল হোসেন, রাশেদুল হক খোকন, মো. আতাউল্লাহ, জিয়াউর রহমান মুকুল, দক্ষিণের সদস্য সচিব ইয়াছিন খান, উত্তরের সদস্য সচিব আলাউদ্দিন সোহেল, কক্সবাজার জেলার সদস্য সচিব বেলাল উদ্দিন, রাঙামাটি জেলা ছাত্র সমাজের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক শরিফ উদ্দিন, সদস্য সচিব মো: আলাউদ্দিন, নগর ছাত্র সমাজের নেতা আনিসুল ইসলাম মিনহাজ, ফিরোজ সিদ্দিকী, আরাফাতুল আলম কচি, তরিকুল ইসলাম ইমন, মো. আজিজ, কক্সবাজার জেলা থেকে মো. ফরিদ মিয়া, মাহবুবুর রহমান লিটন, মনির উদ্দিন, মো. রহমান, জুনায়েদ, দক্ষিণ জেলা থেকে রাজীব দাশ রাজু সহ জাতীয় ছাত্র সমাজ মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, তিন পার্বত্য জেলা কলেজ, থানা, উপজেলা নেতৃবৃন্দ।

বাকলিয়া থানা ছাত্রদল : আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার নগরীর কালামিয়া বাজার চত্বরে বাকলিয়া থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ইমতিয়াজ উদ্দিন অপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা যুবদল নেতা মো নূর উদ্দিন, মহানগর ছাত্রদল নেতা ইকবাল হোসেন জিসান, জাবেদ জোবাইর, শিহাব খালেদ মুন্না, ১৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. খোরশেদ, যুগ্ম আহবায়ক আসিফুল হক (জিকু), ছাত্রদল নেতা মো. ফাহিম, মো. আমির, ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাইয়ুম আহমেদ, ছাত্রদল নেতা আব্দুল করিম, মো. জামাল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট