১৫ অক্টোবর, ২০১৯ | ৪:০৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে চোর চক্রের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে প্রায় সাত কেজি তামার তার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. মহসিন উদ্দিন (৩৫) চাঁদপুরের মতলব কান্দি গ্রামের গাজী বাড়ির মিন্নত আলী গাজীর ছেলে।
খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, মহসিনের একটি সংঘবদ্ধ বাহিনী আছে যাদের সবার বয়স ১৮ বছরের নিচে। তাদের দিয়ে রাতে ফ্লাইওভারের উপর থেকে তারসহ বিভিন্ন মালামাল চুরি করায় সে। পরে সেগুলো তার কাছে জমা দিলে সে উক্ত চোরাই মালামালগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে। ফ্লাইওভারের উপর অন্ধকারের সুযোগ নিয়ে প্রায়ই চুরির ঘটনা ঘটছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ বাহিনীর অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি চুরির মামলা দায়ের করছে বলেও জানান ওসি প্রণব চৌধুরী।
পূর্বকোণ/এম
The Post Viewed By: 597 Peopleমঙ্গলবার, ০২ মার্চ, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।