চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২৩ বছর পর ধরা পড়ল হত্যা মামলার আসামি

১৫ অক্টোবর, ২০১৯ | ৩:০৩ পূর্বাহ্ণ

২৩ বছর পর ধরা পড়েছে হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামি। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জালাল আহমদ প্রকাশ লালু মিয়াকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। গত রবিবার কক্সবাজারের উখিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। হালিশহর থানার এসআই মো. ইসমাইল বলেন, ১৯৯৬ সালের ২৩ মার্চ মো. ফরিদ উদ্দিন হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয় জালাল আহমদ প্রকাশ লালু মিয়ার। সাজার রায় ঘোষণার পর থেকে পলাতক ছিলেন তিনি। গত রবিবার উখিয়া থানার মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, জালাল আহমদ ছিলেন পকেট কাটা চক্রের সদস্য। চীনা সুলতানের নেতৃত্বে হজ মৌসুমে সৌদি আরবে হাজিদের পকেট কাটত ওই চক্রটি। হালিশহর এলাকায় চীনা সুলতানের নেতৃত্বে বিভিন্নস্থান থেকে পকেট কাটাদের জড়ো করে সৌদি আরবে পাঠাতেন তারা। মো. ফরিদ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে হত্যা করে চীনা সুলতানের চক্রটি। পারিবারিক সূত্র জানায়, হত্যাকা-ের ঘটনায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরমধ্যে বিভিন্ন সময়ে ৭ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মহেশখালীর ছাবের আহমদ মারা যায়। বর্তমানে পলাতক রয়েছে কোরবান প্রকাশ ফোরকান। সর্বশেষ গ্রেপ্তার করা হয় লালু মিয়াকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট