১৫ অক্টোবর, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা, পটিয়া
জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী বলেছেন, পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে প্রায় দুইশ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের জিরি-মহিরা সংযোগ খালের ওপর ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধনকালে ১৩ অক্টোবর বিকেলে হুইপ এসব কথা বলেন। জিরি ইউনিয়ন আ. লীগ সভাপতি আজিমুল হকের সভাপতিত্বে ও সা. সম্পাদক আমিনুল ইসলাম খান টিপুর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া আ. লীগ সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, হাবিবুল হাসান, দক্ষিণ জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, আবদুল্লাহ আল হারুন, আবু ছালেহ চৌধুরী, এম এজাজ চৌধুরী, জিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম ভোলা, চেয়ারম্যান ইনজামুল হক জসিম, ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম শানু, চেয়ারম্যান এহসানুল হক, মুজিবুল হক চৌধুরী নবাব, নাজিম উদ্দিন পারভেজ ও ঠিকাদার শামীম চৌধুরী।
The Post Viewed By: 202 People