চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চেয়ারম্যান এম এ মোতালেব

সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা

ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম

১৫ অক্টোবর, ২০১৯ | ১২:০৪ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি। উপজেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সালাহ উদ্দিন হাসান চৌধুরী ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত। আজ সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলা নির্বাচন অফিস থেকে এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার অনুষ্ঠিত সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মোতালেব সিআইপি নৌকা প্রতীক নিয়ে ৬৩ হাজার ৫৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুল গফ্ফার চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ৯৮৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন হাসান চৌধুরী বই প্রতীক নিয়ে ৩৮ হাজার ৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান। তিনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৭৯ ভোট। অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনজুমান আরা বেগম। তিনি কলসি প্রতীক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৫০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন তারান্নুম আয়েশা। তিনি প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২ হাজার ২৩২।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে আবদুল মোনায়েম মুন্না চৌধুরী পেয়েছেন ১ হাজার ৪১৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি মনোনীত জান্নাতুল নাঈম চৌধুরী রিকু ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে আছিফুর রহমান সিকদার মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩০৫ ভোট। মো. জসীম উদ্দিন চশমা প্রতীক নিয়ে ৫ হাজার ৩৪ ভোট, বশির উদ্দিন আহমদ ধানের শীষ প্রতীক নিয়ে ৫ হাজার ৩৭৯ এবং টিউবওয়েল প্রতীক নিয়ে ওমর ফারুক লিটন পেয়েছেন ১ হাজার ৫৮৮ ভোট।

সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. শেখ ফরিদ বলেন, চেয়ারম্যান পদে এম এ মোতালেব, ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন হাসান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনজুমান আরা বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পূর্বকোণ/সুকান্ত-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট