চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১৩০ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ, কারাগারে লুৎফুর

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০১৯ | ৪:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের জেলা রেজিস্ট্রার হিসেবে কর্মরত থাকাকালীন নীলফামারী জেলা রেজিস্ট্রার মোহাম্মদ লুৎফুর রহমান ২০১২ সালের ১৩ আগস্ট নগরীর খুলশী এলাকার হাজী গণি সওদাগর ওয়াকফ এস্টেটের ১ হাজার ১৮৪ শতক জমি ভুয়া হেবা ঘোষণা দলিলের (দলিল নং-১৪৫১৬) মাধ্যমে আত্মসাৎ করেছিলেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা দীর্ঘ অনুসন্ধান শেষে এর সত্যতা পেয়েছেন। এরপর চলতি বছরের ১৯ আগস্ট দায়েরকৃত মামলায় তিনি এখন কারাগারে। মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত রবিবার (১৩ অক্টোবর) তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আগ্রাবাদ মুহুরীপাড়ার মৃত হাজী জেবল হোসেনের ছেলে মো. জাকির হোসেন, পাঁচলাইশের আল মাদানী রোডের মৃত সামসুল আলমের ছেলে মো. আতাউল করিম উসমানী সোহেল ও চট্টগ্রাম আদালতের এক আইনজীবীর সঙ্গে যোগসাজশে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের এসব সম্পত্তি জালিয়াতি করে লুৎফুর রহমান রেজিস্ট্রির মাধ্যমে আত্মসাৎ করেন বলেন জানান দুদকের পাবলিক প্রসিকিউটর এডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক শাহীন আরা মমতাজ এ ঘটনায় লুৎফুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর আগে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন লুৎফুর রহমান। হাইকোর্টের আদেশে রবিবার (১৩ অক্টোবর) মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট