চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রায় ভোটারশূন্য সাতকানিয়া উপজেলার ভোটকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০১৯ | ১২:৫৫ অপরাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে শতভাগ ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হচ্ছে। তবে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো প্রায় ফাঁকা ও ভোটারবিহীন দেখা যায়। কেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বেলা ১১ টায়ও প্রায় ফাঁকা ও ভোটারবিহীন অবস্থায় দেখা গেছে।

শুধু সাতকানিয়া নয়, দেশের আটটি উপজেলা পরিষদ, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। একইসঙ্গে চলছে ৪৭টি জেলার ১০৬ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ নির্বাচন। আজ সকাল ৯টায় এসব নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মধ্যে চারটি উপজেলা, তিনটি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে। বাকিগুলোতে ভোটগ্রহণ চলছে ব্যালট পেপারে। স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে গত ৩ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর। আর ১৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে ২২ সেপ্টেম্বর ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট