১৪ অক্টোবর, ২০১৯ | ১০:৫৪ পূর্বাহ্ণ
রাউজান সংবাদদাতা
রাউজানের বিনাজুরী ইউনিয়নের পূর্ব লেলেংগারা গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি বসতঘর। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকার সাবেক ইউপি সদস্য ও প্রতিবেশী এস.এম মামুন বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই গ্রামের দোস্ত মোহাম্মদ চৌধুরী বাড়িতে আগুন লাগে, তবে কোথা থেকে আগুন লেগেছে তা জানা যায়নি।
তিনি আরো বলেন, এ আগুন ছড়িয়ে পড়ে জহির উদ্দিন, জমিল উদ্দিন ও প্রবাসী মহিউদ্দিনের সেমিপাকা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। মসজিদের মাইক দিয়ে আগুন লাগার সংবাদ প্রচার করা হলে এলাকার লোকজন এগিয়ে আসলেও ততক্ষণে তিনটি ঘর প্রায় ছাই হয়ে যায়। এদিকে রাউজান ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের লোকজনকে সংবাদ দেয়া হলেও এলাকার একটি কালভার্টের দু’পাশে মাটি না থাকায় তাদের অন্যপ্রান্ত দিয়ে ঘুরে আসতে হয়, এতে ঘটনাস্থলে দমকল বাহিনীর পৌঁছাতে দেরি হয়ে যায় বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন ‘গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে বলে আমরা ধারণা করছি।’
পূর্বকোণ/এম
The Post Viewed By: 299 Peopleবুধবার, ০৩ মার্চ, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।