চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জি ই সি কনভেনশনে সুধীজনের অভিমত

আ.লা হযরতের জীবন দর্শনের অনুসরণ সংকট মুক্তির পাথেয়

১৪ অক্টোবর, ২০১৯ | ২:৪৭ পূর্বাহ্ণ

হিজরি চতুর্দশ শতাব্দীর মহান সংস্কারক আ.লা হযরত ইমাম আহমদ রেযা (র.)’র ১০১ তম ওফাত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল ১৩ অক্টোবর বিকালে আ.লা হযরত কনফারেন্স নগরীর জি ই সি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিশর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মুহাম্মদ জামাল ফারুক জিবরীল মাহমুদ আদদাক্কাক। তিনি বলেন ইসলামের প্রচার-প্রসার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনে ইমাম আহমদ রেযা (র.)’র জীবন দর্শনের ব্যাপক চর্চা ও গবেষণা বড় বেশি প্রয়োজন। কুরআন, হাদিস,

তাফসীর, ফিকহশাস্ত্র, ধর্মতত্ত্ব, সুফীতত্ত্ব, ভাষাতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় তাঁর সদর্প বিচরণ, হানাফী মাযহাবের উপর লিখিত তাঁর ত্রিশ খ-ের পঁচিশ সহস্রাধিক পৃষ্ঠা সম্বলিত বিশাল ফতওয়া গ্রন্থ ‘ফাতওয়ায়ে রেজভীয়্যাহ’ ইসলামের শ্রেষ্ঠত্বের এক প্রামাণ্য দলিল । ইসলামের মূলস্রোত সুন্নি দর্শনকে নিয়েই তাঁর জ্ঞান গবেষণার জগৎ বিনির্মিত। হুব্বে রাসুল তথা নবী প্রেমই ছিল তাঁর জীবন সাধনার মূল উপজীব্য। তিনি সুন্নি ঐক্যের প্রতীক, সুন্নিয়াত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা । মুসলিম উম্মাহর এ ক্রান্তিকালে সংকট উত্তোরণে তাঁর জীবন-দর্শনের যথার্থ অনুসরণ জাতিকে সঠিক পথের দিশা দিবে। শ্রীলংকা থেকে আগত আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা এহসান ইকবাল কাদেরী বলেন বিশ্বব্যাপী ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার প্রসারে যুগেযুগে যেসব মহান মনীষীরা বিশ্বের সুন্নী জনতার কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। তাঁদের মধ্যে ইমাম আহমদ রেযা (রঃ) অন্যতম। ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আল্লামা মুহাম্মদ শাখাওয়াত হোসাইন বরকাতী বলেন, মোঘল সম্রাট আকবরের দ্বীনে ইলাহীর মাধ্যমে উপ মহাদেশের মুসলামানদের ধর্মীয় অঙ্গনে যে ফিতনা ফাসাদের সৃষ্টি হয়েছিল, মুজাদ্দিদে আলফেসানী (রঃ) তাঁর অসাধারণ ব্যক্তিত্ব ও কর্ম প্রচেষ্টার দ্বারা এ বিরাট ফিতনা থেকে উপমহাদেশের মুসলমানকে রক্ষায় এগিয়ে আসেন। ঠিক একই ধারায় ইমাম আহমদ রেযা (রা.) ইংরেজ শাসন শোষণের দুর্যোগপূর্ণ মুহূর্তে এতদাঞ্চলের মুসলমানদের ঈমান, আক্বীদা, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি অঙ্গনে যে বিপ্লবী ভূমিকা পালন করেছেন তা আজ এক ঐতিহাসিক সত্যে পরিণত হতে চলছে। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন ।কনফারেন্স-এ উদ্বোধক ছিলেন আনজুমান ট্রাস্ট’র সি.সহ সভাপিত আলহাজ মোহাম্মদ মহসিন, বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ্য আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অসিয়র রহমান, উপাধ্যক্ষ ড. আল্লামা লিয়াকত আলী, অধ্যক্ষ খায়রুল বশর হক্কানী।

আলোচনায় অংশ নেন আল্লামা এম এ মান্নান, শায়খুল হাদিস আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, জমিয়তুল ফালাহ্’র খতিব ক্বারী আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, স উ ম আবদুস সামাদ, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, ড. মাওলানা মুহাম্মদ জাফরউল্লাহ, কাশেম শাহ্, আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী, অধ্যাপক মাসুম চৌধুরী, শাহজাদা ইরফানুল হক, শাহজাদা এহছানুল করীম ইছাপুরী, উপাধ্যক্ষ জুলফিকার আলী, মাওলানা জালাল উদ্দিন আজহারী, অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল, ড. আব্দুল মাবুদ, ড. খলিলুর রহমান, আলহাজ মুফতি এ এস এম জালাল উদ্দিন ফারুকী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আ.লা হযরত ফাউন্ডেশন’র সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রেজভি ও অর্থ সম্পাদক মুহাম্মদ এরশাদ খতিবী। পরিশেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দু’আ, মুনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট