চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবি গণিত বিভাগে মাস্টার্স শিক্ষার্থীদের ‘র‌্যাগ ডে’

১৪ অক্টোবর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

চবি গণিত বিভাগের মাস্টার্স শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ‘র‌্যাগ ডে’ গত মঙ্গলবার ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে এক ব্যতিক্রমী আয়োজনে ক্যাম্পাস উৎসবের রঙে মেতে উঠে। স্টেশন থেকে ঝুপড়ি পর্যন্ত হৈ হুল্লোড় আর বাহারি রঙের উৎসবে মুখরিত হয় চবি অঙ্গন। শুরুতে সমাজ বিজ্ঞান অডিটোরিয়াম মিলনায়তনে মিলিত হয় সকলে। এরপর মঞ্চে পরিবেশিত হয় গণিত বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যদল ‘ওটু’র অনন্য নৃত্য পরিবেশনা মুগ্ধ করে সকলকে।

সর্বশেষ মঞ্চে আসে ‘লাভ অফ ইনফিনিটি’। এর সদস্যরা সবাই চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের হৃদস্পন্দন ‘প্রলয়শিখা’ ব্যান্ডের অন্যতম সদস্য সাদ্দাম মোরশেদ, জকি, ওসমান ও শাওন। গান পরিবেশন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সংগীত শিল্পী সৈয়দ ইমতিয়াজ। জেমসের বিখ্যাত ‘সুন্দরীতমা’, ‘কবিতা’, ‘দুঃখিনী’ গানগুলো গেয়ে মঞ্চ মাতিয়ে দেন তিনি। এছাড়াও আরটসেলের ‘দুঃখবিলাস’, ক্রিপ্টিকফেট এর ‘প্রতিবাদ’সহ পরপর পরিবেশিত হয় আরো অনেকগুলো গান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট