চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভূমিমন্ত্রী জাবেদ

মেহনতি মানুষের স্বার্থ সুরক্ষায় কাজ করছে বর্তমান সরকার

নিজস্ব সংবাদদাতা হ কর্ণফুলী

১৪ অক্টোবর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, মেহনতি মানুষের স্বার্থ সুরক্ষায় নিরসলভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। তিনি নিম্নতম মজুরি কমিশন গঠন করে পোশাকখাতের শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা বৃদ্ধি করেছেন । এখন তৈরি পোশাক খাতে দেশের লক্ষ লক্ষ বেশি শ্রমিক কাজ করছে। রানা প্লাজা দুর্ঘটনার পর শিল্প কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শ্রমিকরা এখন উপযুক্ত বেতনে, নিরাপদ ও কর্মবান্ধব পরিবেশে কারখানায় কাজ করছে।’ গত শনিবার নগরীর সার্সন রোডস্থ বাসভবনে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ এ সভায় আয়োজন করেন। দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুরুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগ সহসভাপতি মো. ইয়াছিন চৌধুরী, সদস্য আহমদ নবী, পটিয়া উপজেলা শ্রমিক লীগ সভাপতি খলিলুর রহমান, আনোয়ারা উপজেলা শ্রমিক লীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, চন্দনাইশ শ্রমিক লীগ সভাপতি মাহমুদুল হক বাবুল, সাতকানিয়া শ্রমিক লীগ সভাপতি রিদোয়ানুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মো. সৈয়দ, কর্ণফুলী উপজেলা শ্রমিক লীগ নেতা জালাল উদ্দিন বাপ্পী, মো. আকরাম মাহমুদ, এনামুল হক, আলাউদ্দিন আহাদ, আজগর আলম পাপ্পু, মো. রুবেল, মো. এমরান, কর্ণফুলী উপজেলা ছাত্রলীগ নেতা ইরফান মাসুদ, মামুন, টুটুল, মোর্শেদ, সুমন, আরিফ, মেহেদী প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট