চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের স্মরণ সভা

আতাউর রহমান খান কায়সার আদর্শ ও প্রেরণার প্রতীক

১৪ অক্টোবর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য,সাবেক রাষ্ট্রদুত মরহুম আতাউর রহমান কায়সারের ৯ম মৃত্যুবার্ষিকী স্মরণে এক আলোচনা সভা চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে গত শুক্রবার বিকেল ৫টায় সংগঠনের সভাপতি ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে রেডক্রিসেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়।

সংগঠনের যুগ্ন সম্পাদক অলিদ চৌধুরীর পরিচালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমদ, সংগঠনের যুগ্ন সম্পাদক মো. লিয়াকত আলী খান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল আলম, এহসান উল্লাহ চৌধুরী, আবদুল হালিম, বিজয় শংকর দত্ত, আসিফ ইকবাল, তরুণ কুমার রায়, নুরুল কবির চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. মনিরুল ইসলাম,যুগ্ন সম্পাদক মো. ইউছুফ কবির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দীন, চট্টগ্রাম কলেজ ছাত্রী প্রতিনিধি হুমায়রা আয়েশা খান কাজল, মো.রাসেল, তোহা আল হাসান প্রমুখ। ডা. শেখ শফিউল আজম বলেন, মরহুম জননেতা আতাউর রহমান কায়সার ছিলেন একজন প্রজ্ঞাবান রাজনীতিবিদ, মানবতাবাদী ও বঙ্গবন্ধুর আদর্শিক চেতনার প্রতি আস্থাশীল ব্যক্তিত্ব ছিলেন। অকুতোভয় নিবেদিত প্রাণ,মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠকদের মধ্যে অন্যতম সাহসী সংগঠক ও সাদা মনের মানুষ ছিলেন আতাউর রহমান কায়সার। তিনি রাজনৈতিক অঙ্গণের এক মহান আদর্শ ও প্রেরণার প্রতীক।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট