৭১ এর ঘাতক দালাল কমিটি চট্টগ্রাম জেলার সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও জিপিও শ্রমিক লীগের নেত্রী কানিজ ফাতেমা লিমাকে আটক করে পুলিশে দিয়েছে একদল নারী।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন জিপিও সামনে থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, কানিজ ফাতেমা লিমা নামে একজনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেত্রী থানায় এনেছেন। তিনি ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলার সহ-মহিলা বিষয়ক সম্পাদক বলে জানতে পেরেছি। বর্তমানে তিনি আমাদের থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/পিআর