চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ওয়াসার মোড়ে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ের ট্রাফিক পুলিশবক্সে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবরের পর সেটি উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট। তবে সেটি বোমা নয় বলে জানা গেছে।

 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বোমা সদৃশ এ বস্তুটি উদ্ধার করা হয়।

 

চট্টগ্রাম নগর পুলিশের উপ-পরিদর্শক (জনসংযোগ) মো. ইমরান হোসেন বলেন, খবর পেয়ে আমাদের বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে এমন কিছুই পাওয়া যায়নি। তবে আমরা আরও তথ্য সংগ্রহ করছি। যদি কিছু পাওয়া যায় তবে সেটি পরে জানানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট