চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে গ্যাস পাইপ ফেটে সড়কে আগুন, গ্যাস সরবরাহ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লাইনের একটি পাইপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট নেভানোর চেষ্টা করে। কিন্তু তখন তারা আগুন নেভাতে পারেনি। এ ঘটনার পর আশপাশের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বায়েজিদ স্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছেন কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা।

অগ্নিকাণ্ডের বিষয়ে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান বলেন, সড়কে খোঁড়াখুঁড়ির কারণে পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপ ফুটো হওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে মুরাদপুর, রহমান নগর, আলফালাহ গলি, মেয়র গলিসহ সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। পাইপ থেকে গ্যাস পুরোপুরি চলে যাওয়ার পর আগুন নেভানো যাবে।

মেরামতের বিষয়ে কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রফিক খান বলেন, ফুটো খুঁজে বের করতে কিছু সময় লাগবে। কারণ, ফুটো হয়েছে মাটির নিচে।

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট