বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা। আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই। বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। আদর্শিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার জামায়াতের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। তবুও তারা দুনিয়ার কোন শক্তির কাছে মাথা নত করেন নি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দিদার মার্কেট সাফা আর্কেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মসলিশে শূরার সদস্য ও জেলা আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর রব, চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা আমীর এস এম আব্দুচ ছালান আজাদ, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী প্রমুখ।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ৫ আগস্ট দেশে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এদের ব্যাপারে জাতিকে সতর্ক ও ঐক্যবদ্ধ রাখতে জামায়াত দায়িত্বশীলদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। আমরা সংস্কার চাই। তবে সংস্কারের নামে সময়েক্ষপন চাই না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের দিকে এগুতে হবে। অন্যথায় ফের ফ্যাসিস্ট শক্তি মাথাছাড়া দিয়ে উঠতে পারে।
পূর্বকোণ/এএইচ