চট্টগ্রামের ডবলমুরিংয়ে এলজিসহ ইউসুফ শান্ত (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আগ্রাবাদ চৌমুহনী চারিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, গ্রেপ্তার ইউসুফ শান্তের দেখানো ও সনাক্ত মতে- তার বসতঘর থেকে একটি এলজি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি উদ্ধার অস্ত্রটি গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে থানা ভাংচুর করার সময় থানার মালখানা হতে লুট করে নিয়ে যায় মর্মে স্বীকার করে।
পূর্বকোণ/আরআর/এএইচ