চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম জেলা পুলিশের নিরাপত্তা মহড়া, দুই নিবন্ধনবিহীন বাইক আটক

নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়ায় দুটি নিবন্ধনবিহীন বাইক আটক করা হয়েছে। এ সময় আরও পাঁচটি গাড়িকে সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে এই মহড়া শুরু হয়।

 

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেলের নেতৃত্বে মিরসরাইয়ের অর্থনৈতিক জোন রোড বড়তাকিয়া মহাসড়ক, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) সার্কেলের নেতৃত্বে ঠাকুরদিঘী সাতকানিয়া-লোহাগড়া সীমান্ত, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী) সার্কেলের নেতৃত্বে ফটিকছড়ি থানা নাজিরহাট ঝংকার মোড়ে বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়।

 

চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া তদারকি করেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, গোয়েন্দা শাখার বিশেষ টিম ও টিআই প্রশাসন।

 

পূর্বকোণ/এএইচ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট