চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বুড্ডিস্ট ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান

১৩ অক্টোবর, ২০১৯ | ৩:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ বুড্ডিস্ট ফাউ-েশনের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, শিক্ষা হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। পরিবার, সমাজ ও দেশকে উন্নয়নের শিকড়ে নিয়ে যেতে হলে সবার আগে শিক্ষাকে প্রধান্য দিতে হবে। শিক্ষাহীন জাতি অন্ধের সমতুল্য। বতর্মান সময়ে শিক্ষাঙ্গনে যে রকম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, দেখা যাচ্ছে ছাত্ররা নৈতিক শিক্ষা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। বক্তারা বলেন, বর্তমানে ছাত্ররা সোশ্যাল মিডিয়ায় যেভাবে আসক্ত হয়েছে, সে তুলনায় বইপড়ার প্রতি তেমন কোনো আকর্ষণ নেই। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা আরো বলেন, জ্ঞাননির্ভর শিক্ষায় শিক্ষিত হতে না পারলে বিশ^ প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। আন্তর্জাতিকভাবে নিজেদের গড়ে তুলতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাই। পাশাপাশি প্রশাসন ক্যাডারসহ অন্য সেক্টরেও প্রবেশ করতে হবে। তাহলে সম্প্রদায় এগিয়ে যাবে।

গত শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে বাংলাদেশ বুড্ডিস্ট ফাউ-েশনের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার সফল ব্যক্তিরা উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়–য়া এফসিএ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়–য়া, চমেকের প্রাক্তন অধ্যক্ষ ডা. দেবপ্রসাদ বড়–য়া, ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়–য়া, ইঞ্জিনিয়ার নিরদ বরণ বড়–য়া, সাহিত্যিক অধ্যাপক শিশির কুমার বড়–য়া, চসিক’র প্রধান শিক্ষা কর্মকর্তা প্রফেসর সুমন বড়–য়া, প্রকৌশলী জয়কেতু বড়–য়া, ট্রাস্টবোর্ড চেয়ারম্যান গকুল কান্তি বড়–য়া, প্রাক্তন প্রেসিডেন্ট প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়য়া, রঞ্জন বড়–য়া প্রমুখ। সংস্কৃতিকর্মী আশীষ কুমার বড়–য়া ও বিপ্লব বড়–য়া’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক করপরিদশর্ক তুষার কান্তি বড়ুয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট