চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই রাস্তার মাথায় তিন লক্ষাধিক টাকার কাঠসহ ২ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০১৯ | ৩:০৬ পূর্বাহ্ণ

র‌্যাব ও বন বিভাগের যৌথ দল গতকাল শনিবার ভোরে কাঠ বোঝাই একটি ট্রাক আটক করে দুই কাঠ পাচারকারীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের টহলদল যৌথভাবে টহল প্রদানকালে ত্রিপলঢাকা কাঠভর্তি ফেণী ট-১১-০১৫০ নম্বরের ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাকটি দ্রুত চালাতে থাকে। চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সকাল সাড়ে ৫ টায় যৌথ টহলদল ট্রাকটির গতিরোধ করে। বনজদ্রব্যের কোন বৈধ দলিল দেখাতে না পারায় ট্রাকভর্তি কাঠ ও ২ পাচারকারীকে আটক করা হয়। আটক ট্রাকটি তল্লাশি করে অবৈধভাবে পরিবাহিত ৪১৭ টুকরা গোল সেগুন, গামার ও কড়ই ৩৯৯.৭২ ঘনফুট কাঠ জব্দ করা হয়। আটক বনজদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা প্রায়। পাচারকারী চক্র ট্রাকটিতে ভোলা-ট-১১-০০৫০ নম্বরের একটি নম্বর প্লেটও লাগিয়ে রাখে।

আটক কাঠ পাচারকারী ভোলা জেলার লালমোহন থানার লছারিয়া গ্রামের মৃত মৌলভী সুলতান এর পুত্র মো. ছালাউদ্দিন (৩৫) ও ভোলা জেলার চরফ্যাশন থানার কাঞ্চনপুর গ্রামের আব্দুল মোতালেব এর পুত্র মো. ওহিদকে (৩৯) আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার এ বি এম ছাইদুর রহমান বাদি হয়ে এ ব্যাপারে বন আদালতে দায়ের করেন। আটক বনজদ্রব্যসহ ট্রাকটি কালুরঘাট সরকারি কাঠের ডিপো হেফাজতে রাখা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট