চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নির্বাচন উপলক্ষে কধুরখীলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩ অক্টোবর, ২০১৯ | ৩:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীর ১নং ইউনিয়ন কধুরখীলে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পরদিন পর্যন্ত বিজিবি অবস্থান করবে বলে জানায় উপজেলা প্রশাসন। তাঁরা উপজেলা সদরের সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে ক্যাম্প স্থাপন করেছে।
গতকাল শনিবার বিকেলে কধুরখীলের ৯টি কেন্দ্রের প্রত্যেকটি পরিদর্শন শেষে গুরুত্বপূর্ণ স্থানে টহল বসানো হয়।
উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন পূর্বকোণকে জানান, আসন্ন কধুরখীল ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আগেভাগে বিজিবি টহল শুরু করেছে। তা নির্বাচনের পরদিনও বজায় থাকবে। তিনি বলেন, এটি রুটিনমাফিক একটি কাজ। জনগণের স্বতঃস্ফুর্তভাবে ভোট নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য।
জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. নুরুল ইসলাম জানান, নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে নেয়া হয়েছে। রবিবার ২ প্লাটুন র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির সাথে যোগ দেবে। অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রশাসনের সকল প্রস্তুতি আছে। রবিবার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছে দেয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট