চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাল প্রধান ও শেষ দিন গাউছুল আ’যম ভা-ারীর খোশরোজ আজ শুরু

নিজস্ব সংবাদদাতা হ নাজিরহাট

১৩ অক্টোবর, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

আধ্যাত্মিক সাধক ফটিকছড়ির মাইজভা-ার দরবারের প্রাণপুরুষ গাউছুল আ’যম শাহ্সূফি সৈয়দ গোলামুর রহমান বাবাভা-ারীর (ক.) ১৫৭তম খোশরোজ উপলক্ষে দুই দিনের কর্মসূচি আজ রবিবার হতে মাইজভান্ডার দরবারে শুরু হবে। আগামীকাল সোমবার খোশরোজ শরীফের প্রধান ও শেষ দিন। এ উপলক্ষে গাউছিয়া রহমানীয়া মঞ্জিল ও গাউছিয়া মঈনীয়া মঞ্জিল পৃথক কর্মসূচি হতে নিয়েছে। দুই মঞ্জিলে আশেকদের নিয়ে আখেরি মোনাজাত পরিচালিত হবে। এছাড়া দরবারের অন্যান্য মঞ্জিলও আলাদা কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কুরআন, খতমে গাউছিয়া, রওজায় নতুন গিলাফ চড়ানো, হুজুর কেবলার জীবনদর্শনের ওপর আলোচনা, ওয়াজ-মিলাদ মাহফিল,

ছেমা-কাওয়ালি ও তবারুক বিতরণ। এদিকে খোশরোজ শরীফ সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সভায় গাউছিয়া রহমান মঞ্জিল বিভিন্ন প্রদেক্ষেপ গ্রহণ করেছে। বাবাভা-ারীর খোশরোজকে কেন্দ্র করে ইতোমধ্যেই ভক্তরা দরবারে সমাবেত হচ্ছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বাবা ভান্ডারী পরিষদের সভাপতি ও ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ইনশআল্লাহ প্রতি বারের মত অত্যন্ত সুশৃঙ্খলভাবে খোশরোজ সম্পন্ন হবে। ভক্তদের যান মাল নিরাপত্তা বিধানের লক্ষে অতিরিক্তি পুলিশ, আনসারসহ শতশত সেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ বাবুল আকতার বলেন- খোশরোজ উপলক্ষে দেড় শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। যান-মাল নিরাপত্তা বিধানের জন্য পুলিশ শতভাগ প্রস্তুত রয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট