চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঢাকায় দ্বিতীয় রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন বাজার সম্প্রসারণে ডোমিনোজ

১৩ অক্টোবর, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

ভারতের ফুড সার্ভিস প্রতিষ্ঠান জুবিল্যান্ট ফুডওয়ার্কস লিমিটেড (জেএফএল) ও গোল্ডেন হারভেস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গোল্ডেন হারভেস্ট কিউএসআর- এর যৌথ উদ্যোগে এ বছরের শুরুর দিকে বাংলাদেশের বাজারে প্রবেশ করে ডোমিনোজ।‘জুবিল্যান্ট গোল্ডেন হারভেস্ট লিমিটেড’ (যৌথ উদ্যোগের নাম)- নাম নিয়ে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে ব্র্যান্ডটি। ডোমিনোজের নতুন রেস্টুরেন্টটি রাজধানীর উত্তরার গরীব-এ- নেওয়াজ এভিনিউয়ে (বাড়ি ১, সড়ক ১৩, সেক্টর ১৩) অবস্থিত। বিশ্বখ্যাত পিৎজা থিয়েটার ডিজাইন, রিফ্রেশিং ইন্টেরিয়র ও স্টাইলিশ সিটিং ফিচারের পাশাপাশি রেস্টুরেন্টটির সামনের দিকের সিটে বসে সরাসরি পিৎজা বানানো দেখার সুযোগ থাকছে পিৎজাপ্রেমীদের। এ বছরের মার্চে বাংলাদেশে প্রথম রেস্টুরেন্ট চালু করে ডোমিনোজ। যাত্রা শুরুর প্রথম সপ্তাহেই অর্ডারের ওপর ভিত্তি করে বিশ্বের ৮৫টি দেশে ডোমিনোজ নেটওয়ার্কের মধ্যে বিশেষ রেকর্ড গড়ে বাংলাদেশ ডোমিনোজ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট