চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লায়ন্সের ‘ক্লাব অফিসারস স্কুলিং ও ওরিয়েন্টশন প্রোগ্রাম

১৩ অক্টোবর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ এর রিজিয়ন-১০, জোন-১৯ ও ২০ এর অধীনে ৭টি ক্লাব নিয়ে ‘ক্লাবস অফিসারস স্কুলিং ও ওরিয়েন্টশন প্রোগ্রাম-২০১৯ লায়ন প্রদীপ কুমার দেব এর সভাপতিত্বে হালিমা রোকেয়া হলে গত ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন জেলা গভর্নর লায়ন কামরুন মালেক। জোন ১৯ এর অধীনে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম মেজেস্টিক সিটি, সন্দ্বীপ, এভারগ্রীন, এমিনিটি এবং জোন-২০ এর অধীনে লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম শৈবাল, ড্রিমল্যান্ড সিটি ও প্রগ্রেসিভ সাউথ এর ক্লাব অফিসারদের নিয়ে স্কুলিং ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে ট্রেনিং প্রদান করেন জিএলটি ডিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন ওসমান গণি, এল.সি.আই.এফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মনির আহমেদ চৌধুরী, এভিউলেশন কমিটির চেয়ারম্যান লায়ন তপন কান্তি দত্ত ও জোন চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার মোমেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন সুকান্ত ভট্টাচার্য, সাবেক জেলা গভর্নর ও গভর্নরস চীফ কো-অর্ডিনেটর লায়ন মনজুরুল আলম মঞ্জু, কেবিনেট সেক্রেটারী লায়ন জি কে লালা, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু । সভায় উপস্থিত ছিলেন, জিএমটি ডিস্ট্রিক কো-অর্ডিনেটর লায়ন জাহেদুল আলম চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন আরিফ আহমেদ, সিনিয়র লায়ন জাফর উল্লাহ চৌধুরী, শামসুল আলম, লায়ন শওকতুল ইসলাম, লায়ন এম এ বারী, লায়ন কেএসএম আব্বাসী, লায়ন মিনু আলম, রিজিয়ন চেয়ারপারসন লায়ন আবু মোর্শেদ, লায়ন অশেষ কুমার উকিল, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট