চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে ধর্মীয় শিক্ষার বিকল্প নাই : সিটি মেয়র

১৩ অক্টোবর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দুর্নীতিমুক্ত ও আলোকিত সমাজ গড়তে ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই। মানুষের মধ্যে ধর্ম সম্পর্কে সঠিক ধারণা না থাকলে মানবিক গুণাবলী উধাও হয়ে যায়।
সত্যিকারের ধার্মিক মানুষ কখনো অনৈতিক কাজ করতে পারে না। ধর্মীয় শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেয়।

তিনি গতকাল (শনিবার) সকালে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের বার্ষিক সাধারণ সভা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাগীশিক কেন্দ্রীয় সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়ের সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন অদুল-অনিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর অদুল কান্তি চৌধুরী।
আশীর্বাদক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা এডভোকেট তপন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন সিএমপি’র সহকারী পুলিশ কমিশনার দেবদূত মজুমদার, বাগীশিক কেন্দ্রীয় উপদেষ্টা দিলীপ কুমার ভট্টাচার্য্য, অধ্যক্ষ বিজয়া লক্ষ্মী দেবী, চন্দনময় নন্দী টিটু, রঞ্জন কান্তি দত্ত, লায়ন দিলীপ কুমার শীল, প্রিতম চৌধুরী, পৃষ্ঠপোষক সজল বরণ সেন, রবিশংকর আচার্য্য, চিত্রালী রায়, কৃষ্ণা চৌধুরী, দক্ষিণ জেলা সংসদের প্রধান উপদেষ্টা শিল্পপতি বাবুল ঘোষ বাবুন। সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। সংগঠনের যুগ্ম সম্পাদক এডভোকেট শুভাশীষ শর্মার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। আর্থিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের অর্থ সম্পাদক রাসু বিশ্বাস।

বক্তব্য রাখেন বাগীশিক রংপুর জেলা সংসদের সভাপতি সমরেশ মজুমদার সাগর, সিলেট জেলার সভাপতি ডা. মালা রাণী দে, লক্ষ্মীপুর জেলার সভাপতি শিল্পী রানী পাল, কুমিল্লা জেলার সভাপতি মিল্টন চক্রবর্তী, ফেনী জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নির্মল চন্দ্র মজুমদার, রাঙামাটি জেলার সভাপতি শিবু প্রসাদ মিশ্র, হবিগঞ্জ জেলার আহবায়ক গোপিকা রঞ্জন দাশ, চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক । অনুষ্ঠানে বাগীশিক দাতা সদস্য ও আজীবন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট