চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জাতীয় কবিতা মঞ্চের অনুষ্ঠানে বক্তারা

নজরুল চেতনায় জাতিকে আবারও জাগাতে হবে

১৩ অক্টোবর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

চেতনায় জাগি ও নজরুলকে জানুন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, নজরুলের চেতনায় জাতিকে আবার জাগতে হবে এবং নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে এটা সম্ভব। এ দেশ স্বাধীনতার পাঁচ মাসের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত থেকে কাজী নজরুল ইসলামকে তাঁর জন্মদিনের দিন ২৪ মে বাংলাদেশ নিয়ে আসেন। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশে একজন জাতীয় কবি উপহার দেন। জাতীয় কবি নজরুলকে আমরা শুধু বছরে দুইদিন মনে করি এবং চর্চা করি জন্মদিন ও মৃত্যু দিবস উপলক্ষে অনুষ্ঠান হয়ে থাকে। নজরুল গবেষণার জন্য প্রতিষ্ঠান গড়ে উঠলেও তেমন গবেষণা হচ্ছে না। প্রতিটি সরকারের সময়ে নজরুলকে অবহেলা করা হয়েছে। গত ১১ অক্টোবর নগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে নজরুলকে জানুন অনুষ্ঠান জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী ওসমান জাহাঙ্গীরের তত্ত্বাবধানে ও রোকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি মাহমুদুল হাসান নিজামী। প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহকারী জজ মনজুর মাহমুদ খান। উদ্বোধক ছিলেন নজরুল গবেষক এম এ সবুর। বক্তব্য রাখেন এডভোকেট জিয়া হাবীব আহসান, কাজী মৌলানা জাহাঙ্গীর আলম হেলালী, দৈনিক গিরি দর্পণের চট্টগ্রাম ব্যুরো চীফ এম কে মোমিন, ইঞ্জিনিয়ার মনিরুল আলম। আরো বক্তব্য রাখেন কমল বড়–য়া বিজয়, খুরশিদ আলম, আবদুল্লাহ মজুমদার, ফারুক জাহাঙ্গীর, ডাক্তার জামাল উদ্দিন, সুনীল কৃষ্ণ দে চৌধুরী, মহিউদ্দিন হায়দার, মুক্তিযোদ্ধা হারাধন দাস, অভিলাষ মাহমুদ মোহাম্মদ কামাল হোছাইন, কবির জন্নাতুল ফেরদৌস সুনিয়া, অমর দত্ত। নজরুল গীতি পরিবেশন করেন আহসানুল করিম, এরশাদ ইবনে ওয়াহিদ, নারায়ন চন্দ্র দাস, হানিফ চৌধুরী, ঐশী দাস, অনিন্দিতা দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট