চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাউজানে আশ্রয়ণ প্রকল্পের ঘরের চাবি ৪০ পরিবারকে

নিজস্ব সংবাদদাতা, রাউজান

১৩ অক্টোবর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৪০টি ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে ভূমিহীন পরিবারের সদস্যদের।

গত বৃহস্পতিবার ৪০টি ভূমিহীন পরিবারের সদস্যদের মধ্যে ঘরের চাবি বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগ। ভূমিহীন পরিবারের সদস্যরা আশ্রয়ন প্রকল্পের ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী ও মেম্বার কমল চক্রবর্তী।

উল্লেখ্য, উপজেলার কদলপুর ইউনিয়নের সমশের পাড়ার পূর্বে পাহাড়ি এলাকায় সরকারি খাস জমিতে বর্তমান সরকারের শাসন আমলে ১২০টি ভূমিহীন পরিবারের সদস্যদের জন্য নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্প। পূর্বে নির্মিত সেমিপাকা আশ্রয়ণ প্রকল্পের মধ্যে ১২০টি ঘরে সমপরিমাণ পরিবারের সদস্যরা বসবাস করছে পরিবার পরিজন নিয়ে। গত একবছর পূর্বে পূর্বের নির্মাণ করা আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশে টিনের ছাউনি ও টিনের বেড়া দিয়ে আরো একটি আশ্রয়ন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়। কাজশেষে নতুন ঘরের চাবি বুঝিয়ে দেয় প্রশাসন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট