চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিমান বন্দরে যাত্রীর কাছে মিলল বিপুল বিদেশি সিগারেট

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে একটি স্বর্ণের বার ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। এ ঘটনায় মো. ইসমাইল হোসেন নামে যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এসব উদ্ধার করা হয়।

এয়ারপোর্ট সূত্রে জানা যায়, সকালে আরব আমিরাতের শারজা থেকে ফ্লাই দুবাইয়ের জি ৯-৫২১ ফ্লাইটে আসা যাত্রীদের তল্লাশি করা হয়। এসময় ইসমাইল হোসেন কাছ থেকে ২৯৪ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে সাত লাখ টাকা। এছাড়া অপর এক যাত্রীর কাছ থেকে ২৩৪ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সারওয়ার-ই-জামান পূর্বকোণকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীদের লাগেজ তল্লাশি করে এসব উদ্ধার করা হয়। তবে স্বর্ণের বারের মালিক শুল্ক দিয়ে তার স্বর্ণ নিয়ে গেলেও সিগারেটগুলো এখনো জব্দ রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট