চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইসলোক’র দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা

১২ অক্টোবর, ২০১৯ | ১:৫৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল সোসাইটি অব লোকনাথ (ইসলোক) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের শরৎ বৈদ্যবাড়িতে অসহায় ও দরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার মধ্যদিয়ে সেবামূলক কার্যক্রম শুরু করা হয়।
‘আর্তমানবতার সেবায় ইসলোক’ শ্লোগানে গতকাল ১১ অক্টোবর এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন এডভোকেট সঞ্জীবন চন্দ্র সরকার। দিলীপ কুমার সুশীলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি অরুপ রতন চক্রবর্তী। উদ্বোধক ছিলেন পেডরোলো’র প্রধান অর্থ কর্মকর্তা সুভাষ চন্দ্র চৌধুরী এফ.সি.এ। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী দীপংকর দাশ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষিকা রাজশ্রী মজুমদার চৌধুরী, শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, শিক্ষক অশোক কুমার সুশীল, ভবশংকর ধর, বাবু কান্তি ধর, তপন কান্তি দে, বিকাশ ধর, দুলাল কান্তি দে, উজ্জ্বল সুশীল, রঞ্জন চৌধুরী প্রমুখ। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন লিও মো. শাহাজাহান, লিও সাইফুল ইসলাম ও লিও মো. সোহেল। ডায়বেটিকস পরীক্ষায় ছিলেন লিও মো. জমির উদ্দিন ও লিও মো. আবদুল মুকিব। দাঁতের পরীক্ষায় ছিলেন বিশিষ্ট দন্ত রোগ বিশেষজ্ঞ ডা. রানা সেন। স্থাস্থ্য পরীক্ষায় ছিলেন ডা. সম্পদ দে। এন্টিবায়োটিকের অপব্যবহার নিয়ে আলোচনায় অংশ নেন প্রজেক্ট কো-অর্ডিনেটর লিও মো. শাহাজাহান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট