১২ অক্টোবর, ২০১৯ | ১:৫৭ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা হ ফটিকছড়ি
ফটিকছড়ির সমিতিরহাটে দুপক্ষের মধ্যে ভুমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ঘর ভাংচুর এবং এতে দুই মহিলা আহত হবার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ক্ষতিগ্রস্ত মো.রিয়াজ উদ্দিন বাদি হয়ে প্রতিপক্ষের সিরাজুল হক (৬০)সহ মোট দশজনের নামে ফটিকছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানতে চাইলে সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ ইমন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ফটিকছড়ি থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে জানাগেছে, উক্ত ইউপির দক্ষিণ ছাদেকনগর গ্রামের কালাগাজী সিকদার বাড়িস্থ উক্ত জমি বাদি মো.রিয়াজ উদ্দিন গংদের দাবি করে উক্ত জমিতে গত ৬অক্টোবর দুপুরে প্রতিপক্ষ সিরাজুল হকের নেতৃত্বে উক্ত বিবাদিগণ হামলা ও ভাংচুর করে একটি গোয়াল ঘরসহ বাড়ির ঘেরা বেড়া ভেঙ্গে দেয়। এসময় বাধা দিতে গেলে বিবাদিদের হামলায় গৃহবধূ সুমী আক্তার(৩০) ও তার শাশুড়ি জাহানারা বেগম (৬৫)কে বেদম ভাবে মারধর করে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিষয়টি সম্পর্কে সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ ইমনের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। অপরদিকে এব্যাপারে থানায় দায়েরকৃত অভিযোগের তদন্তকারী দারোগ সঞ্জয় কুমার ঘোষের নিকট জানতে চাইলে তিনি গতকাল ১১অক্টোবর ঘটনাস্থল পরিদর্শন করে দুপক্ষের সাথে কথা বলেছেন উল্লেখ করে জানান, উক্ত এলাকার একটি চলাচলের পথ এবং সামান্য কিছু জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল বলে উল্লেখ করেন। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিমাংসার একটা চেষ্টা স্থানীয় ভাবে চলছে বলে তিনি জানান। এবং স্থানীয় ভাবে মিমাংসা না হলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
The Post Viewed By: 160 People