চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লামায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ঘরে আগুন !

১২ অক্টোবর, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

লামা উপজেলার সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পুইট্টা ঝিরিতে বুধবার দিবাগত গভীর রাতে আগুন লেগে নুরুল হুদা নামে এক ব্যক্তির জরাজীর্ণ ঘরের একাংশ পুড়ে যায়। নুরুল হুদা পুইট্টাঝিরি এলাকার মৃত মো. ইসহাক প্রকাশ দেওয়াল মৌলভীর ছেলে।

নুরুল হুদার ভাই মো. বশির বলেন, রাতে কেউ ঘরে ছিলনা। তারা পার্শ্ববর্তী আরেকজনের বাড়িতে ছিল। আমাদের সাথে ভূমি বিরোধ আছে এমন কিছু লোকজন ঘরে আগুন লাগিয়েছে বলে তিনি দাবি করেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাতে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। দেখি আগুনে ঘরের সামান্য কিছু পুরাতন কাপড়-চোপড়, ঘরের এক পাশের বেড়া ও একটি কবুতরের খোপ পুড়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। পার্শ্ববর্তী জায়গার মালিক মো. মঞ্জুর আলম বলেন, আমি এই জায়গার প্রকৃত মালিক হতে প্রায় ১৫ বছর আগে জায়গাটা ক্রয় করে ফলদ ও বনজ বাগান সৃজন করি। নুরুল হুদার বাবা মৃত মাওলানা মো. ইসহাক আলী প্রকাশ দেওয়াল মৌলভীকে আশ্রিত হিসেবে একটি বসতবাড়ি জায়গা দেয়া হয়। আশ্রিত হয়ে তারা দীর্ঘদিন এই জায়গায় থাকতে থাকতে উক্ত জায়গা নিজেদের দাবি করতে শুরু করে। তাদের বাবার মৃত্যুর পরে তারা কয়েকটি ঘর তুলে বেশ কিছু জায়গা তাদের দাবি করতে শুরু করে। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে কয়েকটি মামলা চলমান রয়েছে। জায়গার বিপরীতে তারা কোন কাগজপত্র দেখাতে না পেরে এই জায়গা হতে উঠে যেতে হবে নিশ্চিত হয়ে এই আগুন লাগানো নাটকের সৃষ্টি করে। এই বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার নাছির উদ্দিন বলেন, আগুন লাগার ঘটনা শুনেছি। কিভাবে আগুন লেগেছে জানিনা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট