চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

‘সামাজিক অবক্ষয় রোধে সংস্কৃতি হচ্ছে রক্ষা কবচ’

১২ অক্টোবর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আলোকিত সমাজই পারে মানবিক সমাজ গড়তে, একটি দেশ ও জাতির কাঙ্খিত সমৃদ্ধি ও কল্যাণ নিশ্চিত করতে। সামাজিক অবক্ষয় রোধে সংস্কৃতি হচ্ছে রক্ষা কবচ। গতকাল শুক্রবার সকালে নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টল ইয়ুথ কয়ার আয়োজিত মেয়র স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন। চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও ইয়ুথকয়ারের যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত দাশ অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টল ইয়ুথ কয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. তিমির বরণ চৌধুরী, চসিক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, শৈবাল দাশ সুমন, মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণব, শিক্ষাবিদ মো. গিয়াস উদ্দিন, মো. খোরশেদ আলম, মো. নুরুল হুদা, আজাদুর রহমান মল্লিক। এতে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, অনিন্দ দেব, মো. হোসেন প্রমুখ।

মেয়র স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতায় চট্টগ্রামের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন স্কুল, কলেজের প্রায় সহস্রাধিক প্রতিযোগী বিভিন্ন বিষয় ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট