চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মাদক মামলার ফাঁসানোর অভিযোগে ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০১৯ | ৩:৫৪ অপরাহ্ণ

যুবতীর মাধ্যমে যুবককে ডেকে এনে মাদক মামলার ফাঁসানোর হুমকি দেয়ার অভিযোগে ওই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ইফতেখারুল আলম (২৫), তালিম উদ্দিন (২৪), সালেহিন আরাফাত (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হুমকির শিকার যুবক হাসান তারেক একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত। গত দু’সপ্তাহ আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেসক্রিপশন ভিজিট করেন। এ সময় তার সাথে নগরীর বিশ্ব কলোনির ইসরাত (১৮) নামের এক যুবতীর সাথে পরিচয় হয়।

ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ বাড়ার সুযোগে ঘটনার দিন ইসরাতের অনুরোধে হাসান তাদের বাসায় যান। এ সময় হঠাৎ গ্রেপ্তার তিন যুবক মাদক মামলায় ফাঁসিয়ে দেবে বলে হাসানকে ভয় দেখায়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে ২৪ হাজার টাকা এনে দিলেও তারা তাতে সন্তুষ্ট না হয়ে হাসানের বোনকে দুটি খালি চেক নিয়ে আসতে বলে।

হাসানের বড়বোনের তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে তিনি ৯৯৯ নম্বরে কল দেন। পরে আসামিদের একজন পুলিশ তাকে আটক করেন। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ভিকটিমসহ অপর দুই আসামিকে আটক করে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামি ইসরাত এবং রুমি পলাতক আছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট