চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বিজিএমইএ ভবনে আবস্থান ধর্মঘট

৩ মাসের বকেয়া বেতন চায় শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

৮ মে, ২০১৯ | ১০:১০ অপরাহ্ণ

নগরীর খুলশী এলাকার বিজিএমইএ ভবনের সামনে পাওনা আদায়ের দাবিতে অবস্থান ধর্মঘট করছে গোল্ডেন হরিজন গার্মেন্টসের শ্রমিকরা। আজ বুধবার (৮ মে) সকাল ৯টা থেকে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেন গার্মেন্টেসটির হাজারো শ্রমিক। এসময় তারা বকেয়া বেতন ও ওভারটাইম মজুরি প্রদান এবং ছাটাইয়ের প্রতিবাদসহ বেশ কিছু দাবি নিয়ে ধর্মঘট করেন ।

গোল্ডেন হরিজন গার্মেন্টেসের শ্রমিক রোকসানা আক্তার, গত ৩ মাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ করে দিয়েছে মালিক। এরপর শ্রমিকদের কিছু না জানিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ লাগিয়ে দেয় মালিক কর্তৃপক্ষ। আমরা শুধু বেতন নয়, ছুটির টাকাসহ অনেক বির পাবো যার কিছুই পরিশোধ করেনি তারা। তাই বিজিএমইএ ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছি।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী পূর্বকোণকে বলেন,‘বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে বিজিএমইএ ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করে শ্রমিকরা। বিকাল ৪টার দিকে বিজিএমইএ’র পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হলে তারা ধর্মঘট প্রত্যাহার করে। আগামী ২১ তারিখ তাদের বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট