চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উদ্বোধন হলো শেখ রাসেল সাঁতার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর, ২০১৯ | ১২:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শুক্রবার (১১ অক্টোবর) থেকে শুরু হয়েছে শেখ রাসেল ক্লাব কাপ বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা। তিনটি গ্রুপে দুদিনে ৪৪টি ইভেন্টে ৪৫টি ক্লাবের ১৬২ জন বালক ও ৬৫ জন বালিকা অংশ নিচ্ছে।

সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন নগরীর আউটার স্টেডিয়ামের নবনির্মিত সুইমিং পুলে বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পক্ষ থেকে দেয়া হচ্ছে ১৫ লাখ টাকা। বাকি অর্থ বহন করবে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সাঁতার কমিটির চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও প্রতিযোগিতার মিডিয়া উপ-কমিটির চেয়ারম্যান আলী আব্বাস, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, তিমির বরণ চৌধুরী, ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ।

আগামী শনিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ আবু আশরাফ, কমডোর মাহামুদুল মালেক ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট