চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

স্বচ্ছতা থাকলে দুর্নীতি বাসা বাঁধবে না : পানছড়িতে ডিসি

১১ অক্টোবর, ২০১৯ | ২:৪৮ পূর্বাহ্ণ

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। তা না হলে দেশে উন্নয়ন কর্মকা- ব্যাহত হবে। জবাবদিহিতা আর স্বচ্ছতা থাকলে দুর্নীতি বাসা বাঁধবে না। তাই সবাইকে স্বচ্ছতার মাঝে কাজ করতে হবে। তাছাড়া সবাইকে অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কথা তুলে ধরেন খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি পানছড়ির জনপ্রতিনিধি, সকল বিভাগীয় কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথ, মুক্তিযোদ্ধা আলী আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বিজয় কুমার দেব, প্রেস ক্লাব সভাপতি জয়নাথ দেব ও ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ সরকারের নানান উন্নয়নমূলক কর্মকা- পরিদর্শন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট