চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাজারে মাছের আকাল সবজির দামও বাড়তি

১১ অক্টোবর, ২০১৯ | ২:১১ পূর্বাহ্ণ

বাজারে মাছের আকাল চলছে। নিষেধাজ্ঞার কারণে সাগরে মৎস্য শিকার বন্ধ থাকায় সামুদ্রিক মাছ আহরণও বন্ধ রয়েছে।

এদিকে মিঠা পানির মাছের সরবরাহও কম। ফলে নগরীর বাজারগুলোতে মাছ নেই বললেই চলে। বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত মাছ না থাকায় মাছের দাম অত্যন্ত চড়া। নগরীর বাজারগুলোতে সবজির দাম আরেক দফা বেড়েছে। তবে অপরিবতির্ত আছে ব্রয়লার, লেয়ার মুরগি ও মাংসের দাম। গতকাল নগরীর বহদ্দারহাট ঘুরে দেখা যায়, বেশিরভাগ মাছের দোকানই বন্ধ। আবার কিছু দোকান খোলা থাকলেও সেগুলোতেও পর্যাপ্ত মাছ ছিল না। তাই এ সুযোগে বিক্রেতারা হাতিয়ে নিচ্ছে বেশি দাম। পুরো বাজার ঘুরে চোখে পড়ে কিছু পাঙ্গাস, তেলাপিয়া, ছোট মাঝারি আকারের চিংড়ি ও কিছু লইট্যা

মাছ। প্রতিকেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৪০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০টাকা, লইট্যা ১১০টাকা, মাঝারি চিংড়ি ৫৫০ টাকা, ছোট চিংড়ি ৫০০ টাকা ও রূপচাঁদা বিক্রি হচ্ছে ৭০০টাকা দরে। আবার প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১শ টাকায়। নতুন ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০টাকা, বাঁধাকপি ৫০ থেকে ৫৫ টাকা, মুলা ৪০টাকা, টমেটো ১২০ থেকে ১শ টাকা, বেগুন ৬০ থেকে ৭০টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঝিঙা ৬০টাকা, ধুন্দল ৬০টাকা, কাকরোল ৫০থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, করোলা ৫০ থেকে ৬০ টাকা, কচুর ছড়া ৮০ টাকা, আলু ২৩ টাকা ও পটল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলেন, বাজারে চাহিদার তুলনায় সবজি কম তাই দাম বেড়েছে সবজির। তবে দ্রব্যমূল্যের দাম এমন ভাবে বৃদ্ধি পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্রেতারা। রাজীর নামের এক ব্যক্তি বলেন, ছোট একটি চাকরি করি। আর বেতনও অতি সামান্য। এ বেতন দিয়ে স্ত্রী সন্তান নিয়ে সংসার চালানো দায় হয়ে যায়। তার উপর প্রতিদিনই বাড়ছে দ্রব্যমূল্যে। আজ বাজার করে গেলাম একরকম দাম দিয়ে, আবার কাল বাজারে আসলে দেখি আরেক দাম। সরকারের নিয়মিত বাজার মনিটরিং করা দরকার। তাহলে আমাদের মত সাধারণ মানুষের জন্য ভালো হবে। বাজারে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৩০ টাকা। লেয়ার মুরগি ২৫০ টাকা, সোনালির মুরগি ২৬০ থেকে ২৭০ টাকা ও দেশি মুরগি ৪শ থেকে ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অপরিবতির্ত আছে গরু ও খাসির মাংসের দাম। প্রতিকেজি গরুর মাংস ৭’শ টাকায় ও খাসির মাংস ৭৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট