চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বিএফআরআইতে এএসডিজি বাস্তবায়ন ও চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা

১১ অক্টোবর, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

গত ৯ অক্টোবর বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে (বিএফআরআই) এএসডিজি বাস্তবায়ন ও চ্যালেঞ্জ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিএফআরআই এর পরিচালক ড. মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে বিভাগীয় কর্মকর্তা ও এসডিজি ফোকাল পয়েন্ট ড. রফিকুল হায়দার এর সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সাবেক ঊর্ধ্বতন কারিগরী কর্মকর্তা ড. সুভাস কান্তি দাসগুপ্ত। তিনি তাঁর প্রবন্ধে এসডিজি এর প্রেক্ষাপট এবং বর্তমান অবস্থা ও এর লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে বাংলাদেশের একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করেন। সভাপতির বক্তব্যে ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘বিএফআরআই এর গবেষণামূলক স্টাডিগুলোগ্রহণের ক্ষেত্রে সর্বদাই টেকসই পরিবেশকে গুরুত্ব দেওয়া হয়।’ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিএফআরআই এর মো. জিল্লুর রহমান, মো. জুনায়েদ, শামীমা নাসরীন,মো. জহিরুল আলম প্রমুখ। কর্মশালায় উপস্থিত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে সভাপতি কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট