চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

উচ্চারকের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার নিবন্ধন শুরু

১১ অক্টোবর, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জের উদ্যোগে চতুর্দশ শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার নিবন্ধন শুরু হয়েছে।

তিনমাসব্যাপী এই কর্মশালায় বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণবিধি ও কবিতার ভাব-রস, ছন্দজ্ঞান, স্বরপ্রক্ষেপন, স্বরশীলন, জড়তা দূরীকরণ, সংবাদপাঠ, উপস্থাপনা বিষয়ে যত্নসহকারে প্রশিক্ষণ প্রদান করবেন দেশবরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকম-লী। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় উত্তীর্ণদের অনুষ্ঠানের মাধ্যমে সনদ ও সংগঠনের সদস্য পদ দেওয়া হবে।

প্রতি শুক্রবার সকাল ৯টা হতে নগরীর জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন এম এম আলী রোডের শহীদ আবদুল হালিম কলোনীর আলী ভবনে উচ্চারকের নিজস্ব কার্যালয়ে কর্মশালার ক্লাস অনুষ্ঠিত হবে। আগ্রহীদের আজ ১১ অক্টোবরের মধ্যে ০১৯২১-৯০৭৯৯৭, ০১৬৮১-৮০৯২২০, ০১৮১৮০৬৭৪৭০-এই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য উচ্চারকের সভাপতি সাংবাদিক ফারুক তাহের অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট