চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আবরার হত্যার বিচার দাবিতে কোতোয়ালী থানা ছাত্রসেনার প্রতিবাদী মানবপ্রাচীর

১১ অক্টোবর, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কোতোয়ালী থানা শাখা গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানবপ্রাচীর করেছে। মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম। মুহাম্মদ নুর রায়হান ও আতাউল মোস্তফা জামশেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর যুবসেনা নেতা নাজিম উদ্দিন, মো. জসিম উদ্দিন, আমির হোসেন সোহেল, মহিউদ্দিন সায়েম, রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ ফারুক আবিদ, সাজ্জাদুর রহমান সাব্বির, মিরাত হোসেন, নাসির উদ্দিন, খোরশেদুল ইসলাম মুন্না প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশে সুশাসন ও ন্যায় বিচারের অনুপস্থিতি প্রকটতর। শাসকগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে খুনী, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অত্যাচারীসহ নানাবিধ অপরাধীর দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি আবরারের খুনীদের শাস্তির মাধ্যমে দেশে ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট