চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধু ও চারনেতা পরিষদের শিশু অধিকার বিষয়ক কর্মশালা

১১ অক্টোবর, ২০১৯ | ২:০০ পূর্বাহ্ণ

‘বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে গত ৯ অক্টোবর দুপুরে দেওয়ানহাট সিটি কর্পোরেশনের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘শিশু অধিকার’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। দেওয়ানহাট সিটি কর্পোরেশনের অধ্যক্ষ ঝিনু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক। প্রধান আলোচক ছিলেন ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

কর্মশালায় কি নোট পেপার উপস্থাপন করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম।

বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য দেন মীর আবদুর রহমান মামুন, ডা. মো. জামাল উদ্দিন, জাবেদুল ইসলাম সিপন, শহীদুল ইসলাম সুমন ও শিবু চন্দ্র দাশসহ শিক্ষার্থীরা। কর্মশালায় ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের শিশু আইন, বর্তমান জননেত্রী শেখ হাসিনা’র সরকারের শাসন আমলের শিশু শ্রম নিরসন নীতি ২০১০, শিশু আইন ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ তুলে ধরেন। কর্মশালায় বলা হয় পথ শিশু, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদান, পরিত্যক্ত শিশুদের সেবা, ভাতা প্রদান, পথ শিশুদের পুনর্বাসনসহ শিশুদের জীবন মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট